আসসালামু আলাইকুম ! "শায়খুল বাঙ্গাল ইসলামপিডিয়া"-তে ইসলাম বিষয়ক কিছু অনুসন্ধান করতে নিচের সার্চ বক্সটি ব্যবহার করুন !

সিহাহ খামসাহ


সিহাহ খামসা ব্যবহার হতো সিহাহ সিত্তাহ এর পূর্বে


সিহাহ সিত্তাহ' কথাটির আগে "সিহাহ খামসাহ” পরিভাষাটি ব্যবহার হত। অর্থাৎ পাঁচটি বিশুদ্ধ হাদিসের সংকলনকে 'সিহাহ খামসাহ' নামে ডাকা হত। আর এই পাঁচটি গ্রন্থ হল :


১. সহিহ বুখারি

২. সহিহ মুসলিম

৩. সুনানে আবু দাউদ

৪. জামে তিরমিজি

৫. সুনান নাসায়ি


এই তালিকায় ইবনে মাজাহ গ্রন্থটি তখন অন্তর্ভুক্ত ছিলনা। ইমাম আবু বকর হাজেমী (রহঃ) “শুরূতুল আয়িম্মাতিল খামসাহ” নামে গ্রন্থ রচনা করে তিনি 'সিহাহ খামসাহ' বিষয়ের অবতারণা করেন।


উপরোক্ত পাঁচটি সহিহ সংকলনের সাথে আরেকটি অন্তর্ভুক্ত প্রস্তাবনায় সর্বপ্রথম একসাথে ছয়টি সংকলনকে "সিহাহ সিত্তাহ" অভিহিত করে কিতাব লিখেন আবু তাহের মাকদিসী। তার কিতাবের নাম হল “শুরূতুল আয়িম্মাতিস সিত্তাহ”। আবু তাহের মাকদিসী তার লিখিত এই কিতাবে "সিহাহ সিত্তাহ" কথাটির উল্লেখ করেন। এরপর আব্দুল গনী মাকদিসীও (রহঃ) তার রচিত “আলকামাল ফী আসমায়ির রিজাল” গ্রন্থে "সিহাহ সিত্তাহ" শব্দটি উক্ত ছয় কিতাবের ক্ষেত্রে ব্যবহার করেন।


এরপর "সিহাহ সিত্তাহ"-এর অন্তর্ভুক্তি বিষয়ে কতিপয় মুহাদ্দিসীনে কেরাম ইবনে মাজাহ এর বদলে “মুয়াত্তা মালেক” গ্রন্থকে সিহাহ সিত্তার মাঝে শামিল বলে মত প্রকাশ করেন। তাদের মধ্যে কেউ কেউ আবার “সুনান দারামী” সংকলনটিকে "সিহাহ সিত্তাহ"-এর মধ্যে শামিল বলে ভাবেন।


তবে অবশেষে "সিহাহ খামসাহ"-এর সাথে ইবনে মাজাহ-ই অন্তর্ভুক্ত হিসেবে " 'সিহাহ সিত্তাহ" তালিকায় প্রসিদ্ধি লাভ করে। যেমন :


১. সহিহ বুখারি

২. সহিহ মুসলিম

৩. সুনানে আবু দাউদ

৪. জামে তিরমিজি

৫. সুনান নাসায়ি

৬. সুনান ইবনে মাজাহ


তথ্যসূত্র

• বহি:সংযোগ ১

• বহি:সংযোগ ২